ভেবে দেখলাম, যেমন আধেক নারী না হলে পুরুষ নই,
কিছু অরণ্য, কিছুটা বন্য প্রাণী না হলে মানুষও নই,
গভীর ফসিল, অনেক দহন, মৃত্যু চেনায় প্রাণের জয়
মুসলমান না হতে পারলে হিন্দু হওয়াও সম্ভব নয়
গল্পটার তো শুরুই যেদিন সোভিয়েত ভেঙে যাওয়ার পরেও
পকেট থেকে মেলে ধরলাম শ্রমিক লেখা লড়াকু ব্যাজ …
ধর্ম-জাতের মালায় আমার দুনিয়া গড়া মুখ ঢাকল
কত নামে ডাকল আমায়, কোমরদাঁড়ায় দেখাল ল্যাজ
ভাবলাম তা’লে ঢুকেই কুড়োই যে শাশ্বত মানবপথের
ভাবনায় লীন ভারতপথিক আবহমান ধারা বাণীর ...
সুর ডাকল নদীর জলে, ছন্দে বাজল পাহাড়গুলো
কিন্তু গানের বোল দিল সেই দৃঢ় চার্বাক, বুদ্ধ, কবীর
ফিরে এসে ছুঁড়েছি তাই নয়া শতকের সমরাহ্বান
এবার আমার ব্যাজের লালে জায়গা নিয়ে অনেকখানি
অত্যাচারের চেহারাগুলোর নাম লিখেছি বুকে এবং
হিন্দুত্বের হামলাবাজির জবাব আমার মুসলমানি
২৮.৪.২২
No comments:
Post a Comment