Saturday, April 16, 2022

বন্যার এলাকা

 বন্যার এলাকা।
এদিককার বাড়িগুলো এমনি।
ছেড়ে পালাতে সুবিধে,
ত্রাণের টাকায় গড়া টিন-মাচা।
 
বন্যার সাথে লড়াই
সে কি শুধু নেতাদের কাজ?
হাকিমদের ব্যস্ততা?
বন্যার সাথে লড়ার নামে প্রতি বছর
তারা গুছিয়ে নেয় দিল্লী, মুম্বায়ে ফ্ল্যাট
পাটনায় জমি
ব্যাঙ্কে আমানত
বউয়ের গলায় জড়োয়া।
 
আমরা শুধু ত্রাণের জন্য লড়ি।
গ্রাম ছেড়ে পালাবার জন্য ধাক্কাধাক্কি করি।
নদীকে পুজো দিই যেমন বলে পুরোহিত।

অথচ নদীর সাথে বেশ তো লড়ছি!
বলতে, হারিয়েই দিচ্ছি নদীকে!
নিশ্চিহ্ন করে ফেলছি প্রায়!
প্রতিবার নতুন জল আনতে হচ্ছে তাকে
চল্লিশ-পঞ্চাশ হাজার কিউসেক,
আমাদের হারাতে, তাড়াতে
নিজেকে বাঁচাতে!

পাটনা
..১৪

 


No comments:

Post a Comment