Saturday, April 16, 2022

ধুবড়ি - ২৯.১২.২০১৩

এক বৃক্ষে বহুবিধ পাখির কূজন!
গদাধর-কূলে কবিতার যৌথ উচ্চারণ
বাংলা, অসমিয়া,
বোড়ো, টোটো, গোয়ালপাড়িয়া
 
ডানার ঝাপটে ঝরে পাতা,
ওড়ে নীড়বাঁধা খড়,
বুকের পালকও কিছু খসে।
দেশ বাজে -
অর্থ ত্যাগ করে শব্দ, হয় শুধু সুর
ভাষান্তরে সখ্যের মানসে।
 
কুয়াশাবৃত দুদিন ভাষায় ধর্মে মিশি অহর্নিশ;
ডাইরিতে ফোটে রোদ
দলসিংপাড়া, কোকরাঝাড়, টোটোপাড়া, বেলোনিয়া,
গৌরিপুর, বিলাসিপাড়া, লুমলিং
বন্ধুত্বের নয়া কিছু পথের হদিশ। 

পাটনা
৩১.১২.২০১৩


 

 

No comments:

Post a Comment