১
মনে হয়
বহু কাজ রয়ে গেছে বাকি!
যেই ভাবি
ডুবে যাব সময়ের মীড়ে –
ঝর্ণার
মুখ চুমে, গড়িয়ে পাথরে,
বাগানে
কার্নেশানে বুলিয়ে আঙুল
সাগরে
উসকে বিস্ময়ের অকুল –
তাড়া খাই,
“ওখানে? কাজ আছে নাকি? …”
থাকতে
পারিনা স্থির, ফিরি রোজকারে,
একটানা
–
হই ক্লান্ত অক্ষম
তবু
সবলে মেলাতে
কাঁধ, মানুষের কাঁধে।
আমারই
আগুন ছিল, বৃষ্টি আমারই,
যুগিয়েছি
কার্বন পৃথিবীর সাধে! …
অথচ দিনের
শেষে অস্থিরতা বাড়ে।
২
সকালের
আলোমাখা বিস্ময়পথে,
হঠাৎ পেয়েছিলাম
তার কড়া হাঁক,
“কে আপনি? এখানে?
কী কাজ, বলুন! …”
হয়ত সে
ভেবেছিল বিপজ্জনক –
লোকটি
এখন ঘুরে এই জনপদে,
খসাবে
জুলুম ঢাকা প্রগতির চুন! …
অনেক ধন্যবাদ,
সিআইডি সা’ব!
খোঁচা
আপনার, বুকে এনে দিল ঝোঁক!
সোজা রাখি
আজ ঘাতকের চোখে চোখ। …
দিও না
শস্প তুমি স্পর্শ পেলব,
কিছুটা
বরং হই অবৈজ্ঞানিক
ফিরে আসা
যায় ভেবে চলে যেতে চাই।
১২.৪.২২
No comments:
Post a Comment