Saturday, April 16, 2022

কিশনগঞ্জের পথে

চায়ের সাথে আনারস
খেতে দিলে খাবেও না কেউ
                   উল্টে দেবে খোঁটা।
তবু দেখ বাড়ছে সাথে
পাশাপাশি দুটি ক্ষেতে
কালো-সবুজ, আলো-সবুজ;
মাটির নিচের রসদ থেকে
জুটিয়ে নিচ্ছে ভিন্ন সুবাস,
নিচ্ছে স্বাদ নিজের নিজের  
তিতকুটে তেজ, টকমিষ্টি
একটি বাঁচবে একশো বছর,
দিয়েই যাবে পাতা,
একটি মরবে টইটুম্বুর এক ফলনেই
                   ছড়িয়ে রক্তটা।

এপাশে ট্রেন ওপাশে বাস
          বাচ্চাগুলোর সহাস্য হাত
                   দুদিক পানেই ওঠা।

পাটনা
..১৪


 

No comments:

Post a Comment