Saturday, April 9, 2022

শিশুকাল

অবাক হয়েছিলাম যে সকালে
উঠোনে পড়ল কার্তিক-গণেশ!
রামকে সামাল দিল নারায়ণী।
আমার উঠোনে ছিল পেপেগাছ,
পেয়ারা কবে গজালো, জানিও না।
আর, ওদিকে ছিল না তো খিড়কি!
জঙ্গল থেকে পাথরছুরি এনে
স্নানঘরে চৌবাচ্চায় নন্দলাল
ফোটালেন হাভেলি খড়গপুর!
জড়িয়ে গেছে অনেক শিশুকাল
এভাবেই আঙুলে আঙুল বেঁধে
ধুলো বা বরফ বা ঝরাপাতায়
দৌড়োও, পাহাড়ে চড়ো, জলে নামো,
রক্তে গড়াও মহাদেশগুলোর!
অপুর মত তেলের শিশি নিয়ে
ফেরো বরং সন্ধ্যায় গোদাবরীর,
ঘাস চিবোও সুরাটে ভাঙা-মিলে,
ঢিল ছোঁড়ো ফাঁকা দুর্গ্‌ স্টেডিয়ামে।

১০.৪.২২

 


No comments:

Post a Comment