কোথাও একটি তরুণীর মৃত্যু
হয়।
হাজার তরুণ পৃথিবীতে শোনে
তন্দ্রাহীন,
তারা থেকে তারায় চঞ্চল তার
হাসি –
“ভালোবাসোনি? ভালোবাসোনি আমায়?”
কোথাও একটি তরুণের মৃত্যু
হয়।
পৃথিবীর হাজার তরুণীর
দৃষ্টির মোরাম-পথে ওঠে সাগরের
জলে ভেজা জুতোর শব্দ …জানলায়
দৃঢ় অস্ফুট ডাক, “তৈরি?”
১৮.১১.৭৮
No comments:
Post a Comment