জল পড়ে পাতা নড়ে।
যুগ যায় … জলের কেউ
একশ কোটির একটি ঢেউ
দেহে মনে মাতন ধরে
দিনেরাতে যৌবনের
অর্থ খোঁজে – যেটুক পায়
খেলাধুলো, পড়াশোনায়,
অভিযানে সাক্ষরতার
…
পিছিয়ে থাকা শহর,
জেলা
আপন করে দাপিয়ে ঘোরে,
ডাইরি লেখে, কাব্য
রচে,
প্রাণের সত্যে হয়
সবলা …
জল তাকে হত্যা করে,
পাতা তাকে ত্যাজ্য
করে।
বলতে পারো, আহ্,
জল নয়!
পাতা বলাও অপলাপ!
গভীরতর দ্বৈত বাড়ে
প্রত্যেকেরই মিথ্যাচারে।
১৬.১২.১৯৯৬
No comments:
Post a Comment