Wednesday, August 11, 2021

দীপা মুর্মু

জল পড়ে পাতা নড়ে।
যুগ যায় জলের কেউ
একশ কোটির একটি ঢেউ
দেহে মনে মাতন ধরে
দিনেরাতে যৌবনের
অর্থ খোঁজে যেটুক পায়
খেলাধুলো, পড়াশোনায়,
অভিযানে সাক্ষরতার
পিছিয়ে থাকা শহর, জেলা
আপন করে দাপিয়ে ঘোরে,
ডাইরি লেখে, কাব্য রচে,
প্রাণের সত্যে হয় সবলা
 
জল তাকে হত্যা করে,
পাতা তাকে ত্যাজ্য করে।

বলতে পারো, আহ্‌, জল নয়!
পাতা বলাও অপলাপ!
গভীরতর দ্বৈত বাড়ে
প্রত্যেকেরই মিথ্যাচারে।

১৬.১২.১৯৯৬

 


No comments:

Post a Comment