Wednesday, August 11, 2021

করে খাচ্ছ, চরে খাচ্ছ

সেই মানুষটিই চিঠি বিলি করছে আজও।
এ পাড়া ছেড়ে গেছি পাঁচ বছর।
কৃষ্ণচুড়া।
ভালোবাসার কত টানাপোড়েন এর রোদঝাঁঝরি ছায়ায়।
সাহিত্যে।
আমাদেরও জীবনে।
আর কুয়াশালীন রাতে শরবনে গুলির আওয়াজ?
সেসব আরো আগের ব্যাপার।
কে যেন ওয়েবসাইটে চিন্তা ফেলল সেদিন
                   চেনা যাচ্ছে না! এত বদলে গেছে দেশটা!
আমি তো তোমাকেই চিনছি না গুরু!
ভালো ভালো!
হেই সামহালো থেকে প্রভু তুমি জগতের আলো!
চালিয়ে যাও!
কেউ করে খাচ্ছ, কেউ চরে খাচ্ছ।
দোষটা আমাদেরই।
চিঠি বিলি করা মানুষটিকে নিয়ে কাঁদুনি যত গেয়েছি
ওর বাঁধুনিটা এড়িয়ে গেছি
নিছক লিরিকের খাতিরে।

১৮.৫.২০০৫



No comments:

Post a Comment