Sunday, August 8, 2021

মোয়া

বাংলাকে বাঁচিয়ে রাখতে কিছু মানুষ 
লড়াইটা চালাচ্ছে, হিন্দিতে অথবা অসমিয়ায় – 
কন্নড়, মারাঠী… সরকারে, প্রশাসনে, 
গণসমাবেশে;
বিষয়টা ভারতবর্ষ, তার কবিতা।

দেশভাগে বাঙালিরা 
এমন ছড়িয়ে পড়ল কেন টুকরো টুকরো, ছিন্নবিছিন্ন –
উত্তরাখন্ডে, ছত্তিসগঢ়ে, নেপালসীমান্তের বিহারে, আন্দামানে…?
প্রশ্ন উঠবেই।
বিষয়টা ভারতবর্ষ, তার কবিতা।

ভাষায় বাঁচতে, স্কুলফেরতা অবেলায় দেখছি একজন
সন্তান-কাঁধে পেরুচ্ছে হাঁটুজল,
“খিদে পেয়েছে? খাবি? বল্‌ তো মোয়া !
 লাই নয়, বল মোয়া, মোয়া !”
বিষয়টা ভারতবর্ষ, তার কবিতা।




No comments:

Post a Comment