Wednesday, August 25, 2021

অতিমারি পেরিয়ে বৈঠক

রয়ে যখন গেলাম
যত জন রইলাম
কাজ তাহলে আগের মতই চালাই?
যারা গেল তাদের
শোকেও তো বসিনি
মানে, কাছের; উদাস তো দেশটাই।

যে আসন খালি,
সেখান হয়ে নতুন
হাঃ, রোদ্দুরও আসবে না।
যারা আছি চিনি
একে অন্যের মুখে
বন্ধুদাগ এ রাষ্ট্রের প্রতি ঘৃণা।

ফোন বাজছে কারোর
কী দারুণ সুর!
অথচ যার নাম স্ক্রিনে আছে?
নেই; তার স্ত্রী বা
মেয়ের কন্ঠে বৃষ্টি;
বাঁচাটা তো আনতে হবে ধাঁচে!

একটা মাছি প্লেটে
আটকে গেছে চায়ে
ধুয়ে আসব, এটাই স্বাভাবিক।
ইচ্ছে করছে না,
থাক, চলুক ঘষটে,
আমরা খুঁজি ছন্দে ফেরার ঋক।

লুটের শাসন মত্ত,
মুখে রক্ত-স্বাদ,
ভাঙছে ভারতপথের একেক থাম!
যা করছি, তুচ্ছ!
আরো শিগগির দরকার
ঐক্যে তুলতে অত্যাচারের দাম।
 
পাটনা
২৩.৮.২০২১



 

No comments:

Post a Comment