রয়ে যখন গেলাম
যত জন রইলাম
কাজ তাহলে আগের মতই
চালাই?
যারা গেল তাদের
শোকেও তো বসিনি –
মানে, কাছের; উদাস
তো দেশটাই।
যে আসন খালি,
সেখান হয়ে নতুন
হাঃ, রোদ্দুরও আসবে
না।
যারা আছি চিনি
একে অন্যের মুখে
বন্ধুদাগ – এ রাষ্ট্রের প্রতি ঘৃণা।
ফোন বাজছে কারোর
–
কী দারুণ সুর!
অথচ যার নাম স্ক্রিনে
– আছে?
নেই; তার স্ত্রী
বা
মেয়ের কন্ঠে বৃষ্টি;
বাঁচাটা তো আনতে
হবে ধাঁচে!
একটা মাছি প্লেটে
আটকে গেছে চায়ে –
ধুয়ে আসব, এটাই স্বাভাবিক।
ইচ্ছে করছে না,
থাক, চলুক ঘষটে,
আমরা খুঁজি ছন্দে
ফেরার ঋক।
লুটের শাসন মত্ত,
মুখে রক্ত-স্বাদ,
ভাঙছে ভারতপথের একেক
থাম!
যা করছি, তুচ্ছ!
আরো শিগগির দরকার
ঐক্যে তুলতে অত্যাচারের
দাম।
পাটনা
২৩.৮.২০২১
No comments:
Post a Comment