এবার গেলে বেশ কিছুদিন
সময় নিয়ে যাব।
একেক দুপুর একেক
পাড়ার বৃষ্টি মাথায় করে
তোমার বন্ধু-কবিজনের
ঘরে মারব টোকা
বাংলার কিছু বাঙালিয়ানায়
ক্রান্ত পথের খোঁজে
চার দশকের পদচর্যায়
নিবিষ্ট বাইলেনে
দেখব ভাঙন রূপক তুলছে
সুরম্য পাঁচতলা
মুখ বলতে বাঁচছে
খুলি – দেখাতে অপারগ
খাচ্ছে সুদিন নিঘুম
রাতে নরক হওয়ার কিরা
সকাল আনছে রুটির
দাঁতাল হদিশ-বেহদিশ
দেশটা বাড়ছে, প্রশ্ন
তুলছে, জবাব চাইছে কিছু
নিয়ে যাব বরং কাঁধের
চাম-খসানো কাছি
নদীর খেলায় যেতেই
পারি অন্নদামঙ্গলে
১০.৯.১৯৯৯
No comments:
Post a Comment