Monday, August 16, 2021

কলকাতার বন্ধুকে চিঠি

এবার গেলে বেশ কিছুদিন সময় নিয়ে যাব।
একেক দুপুর একেক পাড়ার বৃষ্টি মাথায় করে
তোমার বন্ধু-কবিজনের ঘরে মারব টোকা
বাংলার কিছু বাঙালিয়ানায় ক্রান্ত পথের খোঁজে

চার দশকের পদচর্যায় নিবিষ্ট বাইলেনে
দেখব ভাঙন রূপক তুলছে সুরম্য পাঁচতলা
মুখ বলতে বাঁচছে খুলি দেখাতে অপারগ
খাচ্ছে সুদিন নিঘুম রাতে নরক হওয়ার কিরা 

সকাল আনছে রুটির দাঁতাল হদিশ-বেহদিশ
দেশটা বাড়ছে, প্রশ্ন তুলছে, জবাব চাইছে কিছু

নিয়ে যাব বরং কাঁধের চাম-খসানো কাছি
নদীর খেলায় যেতেই পারি অন্নদামঙ্গলে

১০.৯.১৯৯৯

 


No comments:

Post a Comment