বাংলা মায়ের বিদ্যাসাগর,
বিশ্বশ্রমিক-নেতা জার্মান – কিসের মিল!
জন্মসালটা ছাড়া তাদের,
সব ভিন্ন, দুই জগতে কালের খিল।
যদিও ঐ দু’জনেরই
পড়ি আমরা বর্ণমালা,পাঠ্যবই!
এক বর্ণে মাতৃভাষা,
অন্য বর্ণে গড়তে শিখি ভোরের ছই।
এক পাঠ্য ছিল বলে,
মায়ের ভাষায় লিখে বুঝি যুক্তিপথ।
আর পাঠ্যে সাঁঝের সভায়
জাগে প্রাণের সংহতিতে ভবিষ্যৎ।
সিংহশিশুর জেদটা বরং
ফ্রেডের বন্ধু মূরের মত একগুঁয়ে।
মূর তবু বন্ধু পেলেন,
এঁড়ে বাছুর একাই গেলেন বীজ রুয়ে।
ওদিকে ওই তুখোড় ফ্রেড,
বন্ধু-বিনে একাই ভরে অস্ত্রাগার
দিয়ে গেলেন সারা বিশ্বে –
নয়া শতক দেখলো সে স্বপ্নের জোয়ার।
ব্যাঙ্গালোর
৩.৮.২১
ব্যাঙ্গালোর
৩.৮.২১
No comments:
Post a Comment