Tuesday, August 3, 2021

বিদ্যাসাগর এবং এঙ্গেলস

বীরসিংহের সিংহশিশু,
বারমেনের কবিকিশোর, কোথায় কে!
বিশ্ব ভিন্ন, কাজ ভিন্ন,
দেখতে ভিন্ন, তবু বাজেন এক রাগে!
 
দুশতকী দুইজনেরই
পড়ি আমরা বর্ণমালা,পাঠ্যবই,
এক বর্ণে মাতৃভাষা,
অন্য বর্ণে শিখি গড়তে ভোরের ছই।

এক পাঠ্য ছিল বলে,
নিজের মত লিখে বুঝি যুক্তিপথ।     
আর পাঠ্যে সাঁঝের সভায়
জাগাই শ্রমের সংহতিতে ভবিষ্যৎ।
 
সিংহশিশুর জেদটা বরং
ফ্রেডের বন্ধু মূরের মত একগুঁয়ে।
মূর তবু বন্ধু পেলেন,
এঁড়ে বাছুর একাই গেলেন বীজ রুয়ে। 

ওদিকে ওই তুখোড় ফ্রেড,
বন্ধু-বিনে একা একা অস্ত্রাগার  
দিয়ে গেলেন সারা বিশ্বে,
নয়া শতক দেখলো সে রক্ত-জোয়ার।        

ব্যাঙ্গালোর
৩.৮.২১

 


No comments:

Post a Comment