Wednesday, August 11, 2021

কুলীন-উজ্জীবন

এই বৃষ্টি ফলাবে না, খাড়া ফসল মেরে দিয়ে যাবে।
হাওয়া পারলে সর্বস্ব, বিয়ের কুলোও কেড়ে নিয়ে যাবে।

কুলীন-উজ্জীবন যজ্ঞে আদালতও বলছে অনেক হল!
ন্যায় এবার খোলাখুলি জন্মদুখি বাঘের পক্ষে যাবে।"

শান্তিকল্যাণের ভিতর ব্লকে থানায় বাড়ছে নালি-ঘা;
উত্তরীয়, রক্ততিলক, টাকার তোড়ায় কবন্ধ জন্মাবে।

ভেস্তে দিয়ে শিল্পপুরাণ নতুন গল্প গড়ছে নতুন শিল্প
একটি ছেলে হারাধনের, রুজি পাবে, নটি, গল্প খাবে।
 
ভারতবর্ষে সনাতনী কুটিল মেধার জটিল লীলাখেলায়
চোটটা ঠিক ফণার ওপর না পড়লে পালটা ছোবল খাবে।

ত্রাণরসদের জন্য ছিল গুদাম ঘেরাও দাগল পুলিস গুলি,
লুট হলেই প্রজাতন্ত্র, নইলে নাদিরশাহি এ প্রস্তাবে

আরো বেশি দাঁড়াচ্ছে দেশ, সার্বভৌম, দাঁড়াচ্ছে সংসদ;
যন্ত্রটা তো হয়েই আছে যখন যেমন, দুপয়সার তাঁবে।

৬.৫.২০১০


 

 

 

 

No comments:

Post a Comment