Wednesday, August 18, 2021

কৌম

কোথায় আমার কৌম?
বহ্নি শতদল!
জলের নিচে মাটি,
মাটির নিচে জল?

কোথায় আমার রক্তের
লাঞ্ছনা-শিকল?
জলের নিচে মাটি,
মাটির নিচে জল?

মায়েরা আমার কই?
পিতারাই বা কই?
সহপতি, সহপত্নি
ভাইবোনেরা কই?

আদিগন্ত অজ্ঞান!
তারায় বোনা ভয়।
তামস ভালোবাসার
স্থাপত্য দুর্জয়।

কোথায় চন্দ্রাতপে
দুঃখের টোটেম?
বর্বরতার দিনমান
শীলিত অপ্রেম!

ঝলমলে অন্ধকার,
বেঁচে থাকা সারাৎসার,
ছায়ামগ্ন মুখোমুখি
হিংসার বরফ।
ঘাতক মোছে বিচারকের
কষে জমা কফ।

৩০.৫.১৯৯৬

 


 

 

 

No comments:

Post a Comment