Thursday, August 26, 2021

নিঝনিনভ্‌গরোদ

আকাশ সেই দুপুর থেকে কালো।
ভর বিকেলের এক আঁজলা
হলুদ আভায় সারা শহর
অনেক জীবন বাঁচার মত ভালো।

ঝড়ের গোলাপ ফুটবে কি আজ সাঁঝে?
কিশোরকালের সাথীনটিকে
দুহাত মেলে গান পাঠাবো
                             ফিরে আসার
উধাও পথের মাঝে।

বলব তাকে বাঁচার কর্জ শোধে
আমি রইলাম এইখানে আর
বন্ধুরা ভিনশহরে যেমন
গর্কি ছিলেন নিঝনিনভ্‌গরোদে!

গর্কি কোথায় আমরা কোথায়, তবু
বর্ষায় হয়ে টইটুম্বুর
ফাল্গুনে টালমাটাল, রাতের
তারাদের আঁচ ঢাকতে খাটাই তাঁবু।

তারাগুলি বড় ক্লিষ্ট।
আমাদেরই গড়া
                   খড়কুটো, অদৃষ্ট।

 



No comments:

Post a Comment