যার ইচ্ছে হও বিচারক!
আমি তো ভাই উকিল
– আছি, ঘষ্টাচ্ছি,
ঘ্যাম হলেও থাকব
উকিল।
পূঁথিপড়া সত্যি বলার
ছেঁদো কাজে মন লাগে
না, মিথ্যে-চাপা-
সত্যি খোঁড়ার নেশায়
থাকি।
ফেরেববাজ মালিকটাকে
স্লোগানবাজি, ঘেরাও
চিরে বান্দা নাকি
চালিয়েছিল ঘুষি – কোথায়?
কিসের ঘুঁষি, ধর্মাবতার?
উগ্র হব – ডলার কোথায়? আর তাছাড়া
আপনারা হাকিম,
মালিক!
থরে থরে মেওয়া দেবেন
শান্তিপথে, কল্যাণপথে,
সবুর-পথে –
মরিয়া হয়ে তাও খোয়াব?
যুদ্ধে কাটে দিন,
এ জাহাঁর
মিথ্যেটাকে সত্যি
করার ঝাঁচকচক
পেশার সাথে পাল্লা
দিতে।
১১.১১.২০০৫
No comments:
Post a Comment