Saturday, August 21, 2021

মাইকেল ২০০

আপনারও জন্মের দুশো বছর আসছে ওস্তাদ,
একটু জানলার কাছে গিয়ে দাঁড়ান; মাঘি রোদ
বহুকাল-বন্ধ স্টুডিওটা বড় করতে এসেছি।
দেয়াল চারটে ঠেলে জায়গা নেব অনেকখানি,
গড়া পরে, ভাঙারই দুর্দম গবেষণা ফিরে পেতে।  

ভাববেন না, কোনো তৈরি প্রতিমায় দেব না হাত,
সে বধকাব্যই হোক বা চতুর্দশবলি; বা ওই
দুটো-ঙ্গনা। নাটকগুলোও সরিয়ে রাখছি যত্নে।
ইংরেজিসম্ভার যেমন, দর্পণ-অনুবাদও নয়;
ভিন্ন যুদ্ধ তার, আপনারই ছেনি উঠিয়ে লড়ব।

এই অদরকারি পা-কাটা টুকরো পাথরগুলো
সংজ্ঞা, ক্রিয়াপদের ভগ্নরূপ, যা আর এগুল না,
রাগে ছুঁড়ে ভেঙে ফেলা বিকৃত শরীরের মর্মর,
এগুলোই আরো অনেকটা জায়গা নিয়ে থাকবে।

অবশ্যই গোল কাঁচ হবে ছাত – সূর্য মেঘ বৃষ্টি
নক্ষত্রের স্পর্শমাখা, বিস্ময়ে সাজবে গ্রন্থাগার 
প্রয়োগশালে হবে রূঢ় দ্বান্দ্বিক মকশো, বিশ্বের;
গীতিময়তার চমকে, ভীতিময়ে না ফাঁসে কাব্য। 
 
পাটনা
১৯.৮.২১ 



No comments:

Post a Comment