শহরে এল চাঁদের মাটি।
লাইনে দাঁড়াবার ঠিক আগেই
হঠাৎ শিশুর মত অভিমান হল –
উল্টোমুখে ঘুরে
সাইকেল ছুটিয়ে দিলাম শহরপ্রান্তের
নির্জন
রাস্তাগুলোতে।
- কী হল? দেখলি না যে আমায়?
- চুপ কর!
- বাঃ, ছোটোবেলায় তো আমার
পিঠে চলার শখে রীতিমত
ব্যায়াম …
- বলছি না, চুপ কর!
- তুই একটা গাড়ল।
- থাক, থাক!
আমি আকাশের দিকে হাত তুলে বাধা দিলাম,
“নিক্সন আর আর্মস্ট্রংএর
তফাৎ আমি বুঝি, ঘাঁটাস না এখন!”
এখনো বুঝি।
মাঝে মাঝে অনুশোচনাও হয় দেখাটা ফস্কে যাওয়ার
কিন্তু
ওই মনখারাপটাও এখনো কাটেনি।
১১.১.৮২
No comments:
Post a Comment