স্মৃতিগ্রন্থে নাম
পাবে না।
আমি যে তাঁর শূন্যঘরে
ঘুমকাতুরে ছাত্র
হতাম
কেউ জানে না।
ঘুমকাতুরে, মাথামোটা,
বেরিয়ে যেতেও দিশে
পায় না,
দাবড়া দিলে দেয়াল
ঘ্যাঁষে
গোঁয়ার, ঠ্যাটা।
অন্নজলে আমারও রুধির
ঋণী, তবু শাস্তি
দিতে
দায় দেননি – না কর্জ না
সম্পত্তির।
শতক শেষে হাল্কা
দু’কাঁধ,
করি না করি, লাথিই
খাই,
রক্তই খাই – আমার বোঝা
আমার মেয়াদ।
জানি, একবার রাগেরই
ছলে
তাঁকে নিশ্চিত আসতে
হবে
আমার ঘরের আধখ্যাঁচড়ার
এ জঞ্জালে।
সেদিন আমি রাঁধব
এমন
না খেলে তাঁর পুরো
হবে না
বাকি থাকা এক দুপুরের
স্মৃতিচারণ।
২২.৮.১৯৯৬
No comments:
Post a Comment