অভিমানে ভাষা ভুলে যাব।
অভিমানে ফিরেও তাকাব না।
অভিমানে দেখব ছবিটাতে
দেয়ালের ছাতলা ধরে গেছে।
অভিমানে বিজাতীয় শব্দে
নিজেদেরই চুটিয়ে গাল দেব।
অভিমানে, দেখা করতে এলে
দেখিয়ে দেব বেপথ, চোরগলি।
অভিমানে ধরব বড় মাস্তান
রংদারি ট্যাক্সও গুণে খসাব।
অভিমানে হব যে বাজপোড়া
স্মৃতিশক্তি খোয়ান পরিবার।
স্বেচ্ছায় হব উপনিবেশ, মড়ক।
বলব, এ তোমাদের শুধু স্বদেশ।
অভিমানে আকাশ খুলে মেলে
আদিগন্ত নতুন শৈশবে
বেখেয়ালে পেরিয়ে ইঁটভাটা
ঢুকে যাব দ্বিতীয় বিস্ময়ে।
অভিমানে মরণ পোহাব
বাসস্ট্যান্ডে জৈষ্ঠের দুপুরে;
দোনায় নতুন কালো জামফল
অভিমানে ছুঁয়েও দেখব না।
অভিমানে ভুল লিখব পরিচয়
শেষ হব মুষলপর্বে পৃথিবীর,
অভিমানে, দেখবে কোনো রাতে ...
কোনোরাতে দেখবে না আর কিছুই।
৯.৭.৯৫
No comments:
Post a Comment