Tuesday, February 8, 2022

শুশুক

ভালোবাসি নিজবয়সী নারীটির মুখ
সম্বৃত অস্তরাগের নিগূঢ় নির্বেদ
নাগরিক সাহচর্যে, মৌনে, মিতভাষে
ঘাই দেয় সান্ধ্য জলে কালের শুশুক।
 
পিঠোপিঠি সখা! কোন বসতের রোদে
ভরেছিল তোর শঙ্খে সাগরের ঘাম?
কোন রোয়াকে তোর ভেজা মুঠোর রুমাল
কবুল করত দশ প্রেমিকের জান?
 
তোর বা আমার থেকে অনেক বেবাক
যৌবনের স্পর্ধী ভীড়ে, ঈষৎ প্রবীণ
নিজেদের ঠার করি সমসাময়িক
হওয়ার সঙ্গীতে ফেরে শহরের ঋণ।
 
খড়কুটোয় দিনজোড়া শান্তি-অশান্তির
ভালোবাসি মুখ নিজবয়সী নারীটির।



No comments:

Post a Comment