ফিরে আসতে চাই বলে
ভালোবাসি যেতে
ভরদুপুরে কান্ডলার
নুনের হাওয়ায়
খনিপথে একহাজার সাইকেলারোহীর
সোনামাখা ব্যস্ততায়
ধাবিত প্রত্যুষে।
চুটিয়ে ক’দিন লিখতে তীব্র ইনল্যান্ড
পকেটে পয়সা থাকলে
এসটিডি বুথের
নিরালায় ডাকিয়ে এনে
– প্রতিবেশী ঘরে
গাঢ় করতে রাত বহু
ভাষার জাংশনে।
আমাদের বাঁচাটাই
যে হয় না, পৃথিবীর
দশ জেটিতে মাল্লার
ধ্যাঁতানি না খেলে। …
সিঁড়ির মুখে কাদাজল,
কাঁধে ব্যস্ত রাত;
কড়া নাড়ছি বহুক্ষণ,
হয়তো শোনোনি,
যেতে চাই ফিরে আসতে
জলের দোটানায় –
কী করব? মাল্লা বলে,
“স্যাঙাৎ! কদ্দূর?”
No comments:
Post a Comment