মধ্যরাতে ট্রেন থেকে
নেমে
সেই ছোট্ট নির্জন
প্রায়ান্ধকার স্টেশনে
গাছের নিচে গিয়ে
দাঁড়ালাম।
এ স্টেশনটার কোনো
নাম নেই।
এ স্টেশনে কোনো দূরপাল্লার
ট্রেনের দাঁড়ানোর কথা নয়
অথচ সব ট্রেন
ঠিক দাঁড়িয়ে পড়ে।
সব ট্রেনের মধ্যরাতেই
এই স্টেশনটা আবির্ভূত
হয়।
এই স্টেশনের স্টেশনমাস্টার,
রেলপথের জন্মকাল থেকে
এক বেদনাঘন
অলিখিত উপন্যাসের
স্মিতভাষ নায়ক।
তার আগে
তিনি ঘোড়াবদলকারী
ছিলেন
সরাইয়ের যাত্রীদের।
এই স্টেশনেরই স্বল্পালোকে
তার আসবার কথা থাকে
–
কার? প্রেম না মৃত্যুর?
…
একদিন সিগারেট ধরাতাম
তারা-ভরা আকাশের
দিকে চেয়ে, কিন্তু আজ
আমি সযত্নে পরিহার
করি চাওয়া,
সিগারেট ধরানো, সংশয়
–
প্রেম না মৃত্যু!
আমি নিজেকে জেরা
করি
সাদাপোষাকে টিকটিকির
মত,
‘কোনো কাজ আছে এখানে আপনার? তাহলে?’ …
ট্রেনের ভিতরে আমাদের
ছোট্ট ছেলেটা;
সিঁড়ি বেয়ে উঠে
আমি চাইলাম
তার যৌবনে যেন আর
মৃত্যুর সংশয় না
থাকে কোনো প্রেমের মুখে,
কোনো নামহীন স্টেশন
যেন না থাকে।
No comments:
Post a Comment