(পাটনার শারদীয় সঙ্গীতানুষ্ঠানঃ একটি স্মৃতিচারণ)
চারটে ছাতার নিচে
গায়িকা ও যন্ত্রী
তিনজন।
নবমীর ভোর থেকে বৃষ্টি,
ফলে রাতের পার্বণ
ভাঙা হাট;
মঞ্চ ঘেঁষে শতেক
শ্রোতা তলানির
ভিজছি এবং দেখছি
সাফল্য আমাদের দাবীর
যে সকলে একজোট বলায়,
“বৃষ্টি পড়ছে পড়ুক
গেয়ে চলুন!”
তিনি গাইছেন –
নথে হীরের কৌতুক
–
গেয়েই চলেছেন পরিচিত
সুতীক্ষ্ণ গলায়
তাঁর নতিস্বীকার,
তাঁর আনন্দ, তাঁর গৌরবের দায় …।
গেয়ে চলুন গিরিজা দেবী!
টপ্পা নানা প্রদেশের,
তিন শতাব্দীর তরাণা
ঠুমরির বোলবদল, কাজরি,
হোরি, চৈতির আঙিনা …
আমাদের তর্ক আমরা
থামাবো না কিছুতেই।
আমরা একশ বার
‘শ্রেণীভিত্তি’, ‘শোষক প্রকৃতি’
খুঁজব ওই গানের, নতুন
গানও বাঁধব অবশ্যই।
তবু জাগব রাত
গরম রেখে বিড়ির বেসাতি
প্রতি দশেরায়।
আপনি গাইবেন, আমরা গাওয়াব …
কালচে বাসি চা গিলে
জলকাদায়
বসে শুনব।
No comments:
Post a Comment