ফৈজাবাদ স্টেশনে ছিল হাজার
পাটনায় নেমে শয়েক
এলাকায় ডজন
গলির মোড়ে একা
ওই
যে ওই লোকটা।
তবে এবারে আর ভুখা মিছিল করে নয়
একটা মসজিদ ভেঙে ফিরছে।
চারদিকে কারফিউগ্রস্ত শহর।
লোকটার জ্বালানো আগুন
তাবৎ দুনিয়ায়
কোথায় কোথায় যেন জ্বলছে …।
শীতে কাঁপছে পেটের ক্ষিধের দলা
চোখে লাল সাতদিনের ‘জয় শ্রীরাম …’
আর পকেটে হিন্দুত্বের মহাপ্রসাদ –
নোনাধরা পাটকেল।
কম কথা নাকি?
পঁয়তাল্লিশটা বছর যে স্বাধীনতা, মানে হামবড়া
ইতিহাস … মানে আক্কেলগুড়ুম
সম্প্রীতি … মানে শেঠ, পুলিশ, হাকিমের সখী-সখী ভাব
আর
ছড়িটা ওর মাথায় বোলানো …
তার কটা গম্বুজ
ও নিজের হাতে টুকরো করেছে।
কোথায়?
ভারতবর্ষকে টুকরো করার আবহমান দালালেরা!
ওকে বাহবা দাও শিগগির!
তবে, একটু সাবধানে কাছে যেও ওর।
No comments:
Post a Comment