Friday, February 18, 2022

সময়ের সাথে চলা

মহীরুহ টাইপের উঁচু গাছ আর নেই, বৃক্ষও লোপাট,
এখন সব তন্বী পুষ্পতরু, পাতাবাহার বা গুল্ম যাতে
উড়ালপুলে এবং মেট্রোর আকাশপথে ব্যাঘাত না ঘটে। 
এমনিতেও গড় উচ্চতা কমেছে মানুষের – আশাব্যঞ্জক 
তথ্য বলছে, যেমন উন্নয়নী প্রমোদতরণী ফস্কে যাওয়া
মানুষ-মানুষির জীবনসময় কমেছে তিনটে দশকে। 

কিছুদিনে দু’একশো টাকায় সেন্সর-চিপ পাব একমুঠো,
চিরুনি, ঘড়ি, নেলকাটার বা আরো সমস্তকিছুতে সাঁটতে
হারাতে থাকে যা প্রতিনিয়ত – এবং হারালেই সেলফোনে 
নম্বর টিপে বাজাব রিংটোন – বেজে উঠবে নেলকাটার, 
ঘড়ি, চিরুনি, টিভির রিমোট এবং এখন, হয়ত মাস্কও – 
সম্মোহক টুংটাংএ …আরো সহজ হবে সময়ের সাথে চলা।

এখনো জাগে কিনা আকাশ, পাখি, মেঘ, প্রায়ান্ধকার অবেলা
বিশেষ ভাবি না কবিতায়। প্রতিবেশি জুয়া-ঠেকের মালিক 
আধেক বৌদ্ধ আধেক বৈষ্ণব – বন্দুক, গুন্ডামি, সম্পত্তি তার
তিনদশকে জমিয়েছে সুবচন এবং আখাড়া প্রণয়ন; 
বরং বুদ্ধচর্চা করি কখনো সখনো পরবের পাড়াতুতো
অভিভাবক-প্রণামে, ভক্তিলাস্যে ডিস্কোভজন শুনি মাইকে।

১৯.২.২০২২



No comments:

Post a Comment