এই তো মাটি যার ওপর আমি দাঁড়িয়ে!
পৃথিবী বলো বা দেশ
জন্মের শহর
বা বেরোবার আগে তোমায় দেখবার নিমেষ;
কে ভেঙে দেবে?
ওই তো মেঘ যার ছায়া আমার মুখের ওপর!
জীবন বলো বা দুঃখ
আলোড়িত গান
বা ফিরে আসার সামুদ্রিক দিগ্বলয়;
কে শুষে নেবে?
রাতের চোখের পাতা কাঁপে ঘুমন্ত শিশুটির –
স্বপ্ন দেখে সে।
তার বয়স দুদিন, তার স্বপ্নের বয়স একদিন
তার কান্নার দু’দিন
তার
হাসির, একদিন,
সেই একটি দিনের দিনমান
আমাদের হতে হবে।
No comments:
Post a Comment