বিকেলে
এখনো ঘুম পায় একটি বার।
অথচ সেই
বন্ধুঘর নেই যে পৌঁছব,
দিদিদের
কেউ ফিরে ভিতরে ঢোকার সময়
গায়ে চাদরটা
টেনে দিয়ে যাবে। …
বন্ধু
এসে ভাত খেয়ে সিগারেট ধরাবে একটা।
চোখ ধাঁধানো
সোনালি অস্তরাগ মাথায় নিয়ে ভেনেস্তার ফুলগুলো
উঁকি দেবে
জানালায়। আরো একটু আঁধার হলে, তারা ফুটলে
গাইবেন
ভিতরের ঘরে জর্জ।
জেগে উঠব
ধীরে কোনো কবিতার তৃতীয় স্তবকে। …
বিকেলেরই
ঘুমের পরে জাগত সে পৃথিবীর
অনুচ্চ
সমুদ্রকন্ঠ, সাড়া। বিকেলে এখনো ঘুম পায়।
এত আচ্ছন্ন
ঘুম যেন তুষারমৃত্যু অথবা চিরবসন্তজন্ম হবে।
No comments:
Post a Comment