নিজেকে সমন করে দায়বদ্ধ
রাতে
ফেব্রুয়ারি-সংখ্যা-শীর্ষে
একুশ সাজাই
পত্রিকায় ভরে দিই
বাংলার গৌরব;
আমরা ভালোই ঢুকে
জাতির আড়তে
টেক্কা দিয়ে বিজাতীয়
হওয়ার তাকতে
পেশা দক্ষ যোজনায়
সারছি উৎসব।
শুধু কি বাংলার ক্ষত
বুকের কার্তুজে?
এ উপমহাদ্বীপের।
ভাষার শহীদ!
দেখ এ ভূমির যত শিল্পজ
কুসীদ
মাটি খুঁজছে সত্ত্বার,
ধর্মগত কুঁজে।
বাংলা কি উর্দুর
নয়? তাহলে গালিব?
‘হিন্দ’ এক আত্মীয়তা-প্রসঙ্গ
সজীব!
সুচেতনা নয় দূর দ্বীপ
দু’বাংলার,
ঐ পথে ক্রমমুক্তি
জাতির, ভাষার।
No comments:
Post a Comment