Tuesday, February 8, 2022

সম্মেলন

ভীড়ে ভরা ক্যাম্পে বেলা দশটায় শুয়ে
তন্দ্রা আসে, দুই রাতে সাজিয়ে শহর
 
ফুলদির বাসি বিয়ে, পরীক্ষা শেষের
উঠোন ছাপিয়ে জাগে স্মারক-নগর,
শিকড়ে অলীক রোদে মধু গাঢ় হয়;
স্বজনের মুখ দেখি বিচিত্র প্রসারে
গুরুজন, সমবয়সী, জীবিত ও মৃত
ব্যস্ত। তবু কোন কাজে? এ কোন সময়?
 
আমাদের শৈশবটি তোরণের কাছে
সয় চিরকাল বহু পার্বণের ব্যথা
রাজনীতি, রূপকথার মাঝে খেলাচ্ছলে
বাতাসী-ঘুম বুড়িরা বুকে মোছে চোখ।
 
ঘুম চোখে ঘূর্ণী ওঠে মার্চের হাওয়ার,
কানে শুনি ডাক, সাথী ভলান্টিয়ার্স!



1 comment:

  1. ব্লগ থেকে শেয়ার করা যাচ্ছে না কেন?

    ReplyDelete