Friday, February 11, 2022

বিহার

বিহার! তুমি ডাকো বাদলা শেষরাতের আকাশে
নিজের নাম ধরে, লন্ঠনটা একটু উঁচু করে
বিদ্যুৎচমকে চেন, পৃথিবীর
বন্দরগুলি পেরিয়ে এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার
ফিরে তাকানো মুখ
 
তুমি বও ভারতবর্ষে তোমার ঐশ্বর্যের
উদ্ভ্রান্তি, পাহাড়ের ক্ষয়, সমতলের
                                                বারুদগন্ধী অপচয়
কাঁপো কচি অশ্বত্থ হয়ে তোমার প্রশ্নাকীর্ণ বাতাসে
গাও দেশের
বস্তুতঃ এ পুরো দেশটারই
গভীরতর কাঁচা জখম
গঙ্গা গন্ডক শোণ কোশি সুবর্ণরেখার ভাষায়
 
খৈনিটা ডলো ভাই
একটু আমার জন্যও;
এ স্টেশনে প্রতিবার এমনি অকারণে
দাঁড়িয়ে যায় ট্রেন।

 


No comments:

Post a Comment