Wednesday, February 16, 2022

জানলার কথা


এটাই সাবেক বাড়ি,
সব জানলায় জগত দেখায় ভিন্ন!
বুলি ঝাড়বি ঝাড়  বাড়ি এক।
জানলা আমার বনের পথচিহ্ন।

এক জানলা তোর, এক জানলা আমার,
বাকি অন্য ভাইবোনেদের সাড়ার;
সাড়াও এক, তবু ভিন্ন আলোছায়ার পটে 
একই সূর্য দিচ্ছে জ্ঞানের ভিতে,
ভিন্ন তাপ - পাতার, ঝুরির জটে
 
আমার গাছের ডালে আছে আমার ব্রহ্মদত্যি
তোর গাছের মূলে আছে তোর দিদার গান,
জানলা দিয়েই লাফ মারি বাপ ডাকলে, ক্ষেতে,
আমরা সবাই হেঁসোয় নিয়ে ভিন্ন ভাষার শান।


ইতিহাসের ব্যথা, আমার ভাষার আধেক বিদেশ,
ইতিহাসের জয়, আমার জানলা দুই বাড়ির,
ইতিহাসের বান, রক্ত কাঁটার তার চিবোয়
উনিশ মে, একুশ ফেব্রুয়ারি -
এটাই আমার বাড়ি।

১৭.২.২২



No comments:

Post a Comment