Saturday, February 26, 2022

সুপ্রভাত দেশ

সমৃদ্ধি এসেছে, ডালে দোল খাচ্ছে ভাড়াটে খুনেরা।
হিংসক চাহনি ধুয়ে, নেমেছে মদির সৌম্য ঢল;
রোদ্দুরে ঝিলিক দিচ্ছে কার্বাইন, ইস্পাতশীতল,
প্রহরীর কাঁধে;
এখন রাতের অন্ন নিরামিষ
                             বউ নয়, বেশ্যা নয়, বাবুর্চিরা রাঁধে;
যকৃতের ব্যথা বলে স্থিতি, জল, গগন, সমীরা
পঞ্চমে পাবক সত্য।
                             আর সব বাঁচার জঞ্জাল
হদ্দ চেনা পাড়াটায় নতুন চাতাল,
                                     ভীড়ে অচেনা ওস্তাদ,
বেটাইমের হীরু ডাকাত, ঘোলাজলে
বিলোচ্ছে পুঁটি, ধরতে রুই, পাট্টাদারী জবর-দখলে
যদিও এত চট করে প্রমাদ
গুনবে না মূল বন্দোবস্তকটি,
শাসনে ছিলেন ভালো
এখন যে নেই তাও বেশ পান রুচিস্নিগ্ধ আলো
                                       ডালরুটি,
বুদ্ধিবলে সৈন্যদল বেচে
যখন যেদিকে দর ভারী;
                               আছে ঠিকাদারী
                                            ধার্য দেয় রাজকার্য ছেঁচে।

এলাকায় মাটি আছে, নেমেছে শিকড়
বেওয়ারিশ স্বপ্ন আছে ঘরে ঘরে, পোষক-নির্ভর
এবং পাবক সত্য; নিরভ্র টাটা সুমো থামে
কবেকার রামজীওয়া, সার্বভৌম বটবৃক্ষ নামে। 



No comments:

Post a Comment