Wednesday, February 16, 2022

হড়কা বান

অনেক আগেই সামলে যাওয়া উচিৎ ছিল
এখন তো বেশ গভীর স্রোতে থই ধরছি
ডোবার টানে ফিরে ওঠা কঠিন আয়াস
জল নামছে ভালো কিন্তু পিছল চড়াই
 
এমনই হয় চললে নিজের বাঁধা গতে
হড়কা বানের শব্দ শুনেও স্পর্ধা দেখাই
বেঁচেও উল্টে মাতি বন্য জলের তোড়ে
আগুনেও তো মাতে বন-মাংস লোভী
 
এগোতে পার হতে হবেই কিন্তু আগে
উঠে এপাড় ধরে স্রোতের বিপরীতে
খুঁজি দল পারাপারের, মিলে বাঁধি
শিকড় লতার দড়ি প্রাচীন কারিগরি
 
আপাততঃ ওঠার জন্য হাঁচড়ে-পাঁচড়ে
কাদায় আঙুল শক্ত গেঁথে শরীর টানি
বেলা থাকতে বানের শুরুর অংশে গিয়ে
বুঝি জলের পাথরগুলোর অনড়তা।

১৬.২.২২ 



No comments:

Post a Comment