Tuesday, February 22, 2022

কিছুটা বদলে দিয়ে বদলের …

কিছুটা ভিন্ন আলোয় ভরে দিয়ে যাব এই জীবনের মুখ,
কিছুটা বদলে দিয়ে বদলের স্বর্গীয় সুখ!
বিরাট বাজার, যাকে তাক করে শিল্পমেলায়
আমিও ভেবেছি দেব উপহারে এবং কবিতায়
প্রচারের ছোট স্টল; মূলতঃ যন্ত্র কিছু উদ্ভাবনী
রাখা হবে স্টলটাতে বোতাম টিপবে ঈশ্বরী পাটনী
ভিডিওতে দুধভাত এবং সন্তানের মুখের খবর
উপমহাদেশটির অপ্রধান ইতিহাসে সাঁঝের ডহর
কত কি করার আছে! কত কি করার থাকে বাজার জানুক,
কিছুটা বদলে দিয়ে নিশ্চই যাবে তারা পৃথিবীর মুখ।
 
তাহাদের মানবিক উন্নতি, কল্যাণকামী রপ্ত নাগরিকী
মেধাদীপ্ত উচ্চারণে পলকে ধ্বসিয়ে দেয় শতকের ফাঁকি
কি হবে এসবে? এই রাষ্ট্রিক বদলের কাঠামোয় ভেবে
(অলক্ষ্যেতে জীবনের জটিলতর অসুখ ঘনায় নীরবে);
কবে কি হবে না হবে, সংহতি পদাবলী রচে তার তরে?
বরং এখানে এস, ফ্রেমে এস, আঁধারের ব্যথার শিয়রে
 
মূল প্রশ্নে ফেরে তবু দেশ ক্রমে আত্মিক প্রসারে শতমুখী
সংকটের রূপে, প্রতিবাদে।
                                  মৃতস্ফীতি বহনে-দেয় ভর্তুকি
বাড়ে, আর সাথে বাড়ে বাহকের চিত্তমুক্তি সাধন-প্রয়াস
অর্বাচীন বোঝেনাকো বস্তুতঃ বিপ্লবী তারা, পরিস্থিতি-দাস!

৬.৩.১৯৯৯



No comments:

Post a Comment