যেন এক অন্তর্গত
অসময়।
অতীত ইস্কুলের
ভরা সব ক্লাস, জ্বলছে
বাতিও!
তাহলে ফিরে এলাম?
সাইকেল, ভাঙা গ্যারাজের
সামনে রাখি।
ঝুঁকে
তালা লাগাই।
পিছনে কারো মুখের
আভাস –
আমবাগান, দূরত্ব,
রানওয়ে ও ফাঁকি
স্পষ্ট বোঝা যায়
আজ কোথায়
কোনটা শুরু, কোথায় শেষ।
বেশ ক’টি প্রজন্ম আমাদের পরে এসে
ধুলোর ঘূর্ণির দিকে
এগিয়েছে।
ফিরে এলি?
হ্যাঁ, দেরী হল অনেক।
কী পড়বি?
সব পড়া।
আবার পড়ব, সব খেলা
খেলব আবার।
আর বলব কিছু কথা
প্রার্থনা ভন্ডুল
করে সকালের …
যা তখন বলতে পারিনি।
…………………………
বেত খাব। রাস্টিকেট
হব।
নতুন করে ধুলোর ঘূর্ণিটার
দিকে এগোব।
No comments:
Post a Comment