শিশুরা রাতের ছোটো
খেলাগুলো খেলছে।
পথটা উঠোন, জ্যোৎস্নায়
অনাবিল
ল্যাম্পপোস্ট ঘিরে
দশ দুয়োরের মিল
আকাশটা এত নীল –
গাভিন মৌন স্মৃতির
ঝাপটে দুলছে।
ভারী চালে কিছু নতুন
শিশুরা মিশল।
সারাদিনভর রোজগারে
পয়মাল
রক্তে পাল্টি ঢেউ
করে বেখেয়াল,
বয়সটা বড় জাল –
উবু দুই তিনে চিতিয়ে
দু’হাত পাতল।
No comments:
Post a Comment