নিহত,
নিখোঁজ মানুষগুলো থাকবে
আমাদের
নিজেকে চেনার প্রয়োজনে।
এই বীভৎস
অপশাসন নয়, যেখানে
ঘাতকগুলো
অভিনন্দিত হয় বারোমাস
ফুলমালায়,
নিয়োগপত্রে – এলেম দেখালে
গণতন্ত্রীর
হারামি করজোড়ে।
নিহত,
নিখোঁজ মানুষগুলোকে বরং
গুনে দেখে
নিই, চিনে নিই চেহারায় –
ওই তো
আখলাক, ওই তো নাজিব,
ওই তো
আসিফা, ওই আফরাজুল …
আমি সেই
রোদেই আছি যেখানে ওরা
সবাই রয়েছে;
গড়ে নিয়েছি রোদটা
ছবি দেখে
দেখে, আজকাল তো এটাই
সুবিধা,
পৃথিবীর প্রতিবাদী রক্ত,
তার রঙ,
সুর, শব্দ মিশিয়ে নেওয়া যায়
নিজেদের
আকাশে ও মেঘে!
না, ব্যানার
নয়, মিছিলটা বড় করি ভাই,
এস! শুধু
মানুষ তো নয়, স্মৃতিকেও
দিতে হবে
ছায়া, পতাকার; দুঃসহতা কাটাতে
একটু বেশি
জায়গা নিয়ে হাঁটব।
৮.১০.২১
No comments:
Post a Comment