পাহাড়ের কোলে মেঘ নামে।
মানুষ
মুড়ি আর জল খেয়ে ডেলী প্যাসেঞ্জারী করে।
এই গ্রহটার নাম পৃথিবী।
এক ঝলক রোদ্দুরে জন্ম সারা হয়।
·
টাটের পিছনে নারী তোমার ভয়কে খান্ খান্ করে
আর্ত গর্জনে।
কালোচুলো একটা ছোটো দস্যি ছুঁড়ে দেয়।
‘তুমি বহুবার এই জায়গায়
এসেছ,
চিনতে পারছ না?’ দস্যি বলে।
‘আশ্চর্য!’ –
বড় বড় ঘাসে ঢেউ সাড়া দেয়।
ভালোবাসার অগাধে কাঁপে তোমার সজল আসা ও যাওয়া।
·
পাহাড়ের কোলে মেঘ নামে।
ট্রেনের ভাঙা দরজায় লাল পতাকা ফেঁসে যায়।
যত্নের সাথে ছাড়াই।
বিড়ির ছাই ফেলবার জায়গা পাই না।
সামনের স্টেশনে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেয়
জি.আর.পি।
গ্রহটার নাম পৃথিবী।
এখানে আমরা
শান্তি,
স্বাধীনতা
আর বিপ্লবের জন্য লড়ি।
No comments:
Post a Comment