Tuesday, May 4, 2021

মে’দিন ২০২১

কেমন যাবে এবার মেদিন?
বাইরে ভয়, ভিতরে ক্ষয়!
মড়কের দিনরাতের কষ্টে  
ছাড়ব কি যুদ্ধের অন্বয়?   
 
চোখের পরিশ্রান্ত জ্বালা
স্রোতে ঠেলে মাটির সরা,
ফেরার পথে দেখে জীবন
আহ্বান এক কৃষ্ণচুড়ার।
 
সরকার তো সরকারই
শোষক-কুলের ঘাঘ-দালাল,
জলে ভেদের বিষ ঢেলে
মারছে ইমান, লুটছে মাল।
 
অতিমারির মুনফাখোরির
দাম মেটাতে, ফি হপ্তায়,
খালি হচ্ছে ঘরের জমা,
রোজগেরেরও মুখ শুকায়।
 
মেদিন তাই মেদিন, সাথীর
দলগুলো সব মেলাব হাত
বুকেই সই মিছিল হয়ে  
এক পৃথিবী পোহাব সাধ।

ব্যানার কাঁধে পৌঁছে দেখা
চিরাচরিত অনেক হাসি,
নেই আজ, তাও আসবে সবাই
এক ঘরাণার স্বপ্নচাষি।

ব্যাঙ্গালোর
২৯.৪.২১



No comments:

Post a Comment