কত গুরুভার দুষ্কৃত্য
আর
মৃত্যু বইতে
অভিশপ্ত হয়ে চলেছি
আমরা!
তোমাদেরকে তো এই
অভিশাপেরও
ভাগ দেবো না, শয়তান
শাসকের পাল!
দূরতম অপরিচয়েও
হওয়া একেকটি
বর্বর দুষ্কৃত্য
আর
নৃশংস হত্যা যোগ
হবে
প্রিয়জন-শোকে,
বাকরোধে আমাদের!
আমাদের নিস্তব্ধ
ভারাক্রান্ত রাতগুলোর
নিগূঢ় যাপনে
কোনো দিন প্রবেশ
পাবে না
তোমাদের কোনো প্রহরী।
নিদ্রা ও অনিদ্রার
মধ্যবর্তী সে চরাচর
তোমাদের বোধের
বাইরে থেকে যাবে।
শেষরাতে সে যাপনে
নিশ্চুপে এসে বসবে
আহত, রক্তাক্ত পৃথিবী
আর
আর্ত ঈশ্বর!
সেখানেই কিছুক্ষণ
তারা
উপশমে বসে প্রতিদিন।
২৫.৮.২৪
No comments:
Post a Comment