বাতাসের সঙ্গে বচসার
গত পঞ্চাশ বছরে
দুজনেই বড়ো হয়েছি
কিছুটা, বুঝতে শিখেছি
আমরা সমবয়সী নই;
আমি নিয়মে ফুরোবো,
তার বয়সের তো হিসেবটাও
জানি না! যদিও
জানি পৃথিবীর চেয়ে কম, মানুষের চেয়ে বেশি!
চুক্তি ছিলো, দুপুরে
কিম্বা বিকেলে যেই দেখা হবে,
সে শোনাবে কলস্বর
মানুষের জানালাগুলোর,
পাতা, ধুলো, জলরেণু,
খড়, বীজে স্বরভঙ্গি গড়ে
বেঁচে থাকার যুদ্ধের
সমুদ্রের গন্ধ দেবে গল্পে …
নাহলে সে ভাঙবে কিসে
আমার গানের গুমোট!
বচসাটা এই – এত সঙ্গ চাই, ধন্ধ কেন তবে?
কেন সে মাঝেমধ্যে
এমন চিৎকৃত ভাষাহীন?
আমি কি শপ্ত নিজের
একজন্ম পৃথিবীযাপনে?
বাকিটা তো এ-ওর পিঠে
পিঠ ঘষা, শ্রান্ত ঘুম …
১৪.৬.২০২৪
No comments:
Post a Comment