Saturday, August 10, 2024

ধর্মচক্র

পুরোনো কাঁসার বড়ো থালা ঘিরে রাতে
অনেককটি আমরা দিদি বোন ভাই,
আধঘুমে, তবু ঠোঁট খোলা সব, পাছে
এগিয়ে ভাতের গ্রাস ধরা জেঠিমার
বকুনি কপালে জোটে; আজ মনে হয়,
অলীক পার্বণ কোনো উচ্ছিন্ন বৃক্ষের।
 
যবে থেকে ধর্মচক্র, শুনছি শান্তির,
ন্যায়ের মর্মে প্রোথিত; প্রত্যক্ষ দেখছি
বিপরীতে, চক্র এক, নির্মম, অমোঘ,
সময়ের শয়তানি পরিহাসে যেন
ছিঁড়ে দিচ্ছে দেশ, ভাষা, পরম্পরা, শ্রুতি
ঐ এক কাঁসার বড় থালাটির আভা
কৃষ্ণ প্রতিপদের চাঁদের চেয়ে বেশি
দীপ্র, ধর্মচক্র করে রেখেছি সম্বিতে।

১০.৮.২৪
   

No comments:

Post a Comment