Saturday, August 10, 2024

চিঠিচর্চা ১

না পাঠানো চিঠিগুলো ভারাক্রান্ত করে না আমায়।
মাঝে মধ্যে হাতে এলে পড়ি কবেকার ভালো লাগা!
তরিবৎ করে লিখেছিলাম, দুচার পৃষ্ঠা হতো,
তাই প্যাডের কাগজে
                              আগে ঘরে খাম, ইনল্যান্ড
পোষ্টকার্ড এবং মুখগুলো থাকতো স্মৃতিতে!
ঠিক সে চিঠিগুলোই না পাঠানো আছে ডাইরিতে
যার প্লাবক কবিত্ব সব মাঝপথে ধন্ধে শেষ
সত্যিই সে নেবে তো মুখে আমার আলোর দুপুর?
 
এমনো তো চিঠি ছিল! যাকে লিখছি তাকে কখনো
পাঠাবো না ভেবে লেখা হতো একটু একটু রোজ!
সত্যি? নাকি নিবিড় দেখা হলে বসে শোনাতো কেউ
অপেক্ষমান সন্ধ্যার বেঞ্চিটায়!
                                        না, আমি লিখিনি।
একটাই তো চিঠি ভালোবাসার লিখে তাও আগে
তাকে নয়, বন্ধুকে রাতে স্টেশনে পড়িয়েছিলাম
 
২৫.৭.২৪

No comments:

Post a Comment