অপরূপ
এক রাত দিলে প্রতিবাদ!
শহরগুলোও
মুখ দেখে নিজেদের
মা-মেয়েদের
পথ ভরা কলরোলে
চমকে
উঠলো আগামীর ঝাঁকানিতে।
আকাশ
ডাকলো, “আসিফা …!” তুই কোথায়?
চিতায়
একটু আগুন খুঁজলো হাথরস।
ধর্ষক
জাত-ধর্ম-টাকার গর্মি
তাচ্ছিল্যে
বন্ধ করলো জানলা।
ঘরে
ঘরে ঘর সুখ-সই ভাবা পুরুষ
হঠাৎ
দেখলো পা’দুটো তার অবশ।
অনেক
প্রশ্ন ভাবার বাইরে রেখে
সোজা
উত্তরে তুষ্ট ছিল যে তারা!
বাঁচতে
দিল না, ন্যায় ওরা কী দেবে?
দুষ্কৃতীদের
শাস্তির দাবিতে,
নজরদারি
– তাও রুখছে পুলিস;
গন্ধ
উঠছে – নালিঘা এত গভীর!
এক প্রতিবাদে
ভাঙবে না দুশ্চক্র।
তবু,
অসংখ্যে শরীর যে হয় চেতনা,
দেখতে,
দেখাতে নারীদের রাত-দখল
চ্যালেঞ্জ
ছুঁড়লো স্বাধীনতা যাপনে।
১৬.৮.২৪
No comments:
Post a Comment