Wednesday, August 21, 2024

বন্ধুর ফ্ল্যাট

অভ্যস্ত পুরোনো সিঁড়ি ভেঙে উঠে তালা খুলে ঢুকি
আরেকটি সমধর্মী বাঁচার অগোছালোপনায়
কেন যে চাবি দেয় লোকে! কেন বলে যায় তাদের
ফ্ল্যাটটা দেখে আসতে মাঝে মধ্যে। ঘরে ঢুকতেই
শিরিশিরিয়ে ওঠে গা, যেন নিজেরই ফ্ল্যাটটায়
ঢুকছে অন্য কেউ ফেরা কি আর হয় নি আমার? 
বন্ধ-গন্ধ ঘরগুলোর, কলে টিপ টিপ, প্যাসেজে
মেলা ঘরপোছার শুকনো কাপড়, গাছবেরুনো
টি পেঁয়াজ রান্নাঘরে আর ধুলোবসা বেসিন,
পরিবারে কথান্তর, না খোলা কিছু বন্ধ খাম,
বইপত্রের পাহাড়, হলফনামা অসমাপ্তির!
জাল, ঝুল সরিয়ে জানলা খুলি যেকটা সম্ভব।
এমনই কিছু তোরণ কোথাও না-পৌঁছনোর,
পৃথিবীর মুহূর্তগুলোর মহার্ঘ্যতা বলে দেয়।

১৮.৮.২৪

 

 

No comments:

Post a Comment