Saturday, August 10, 2024

চিঠিচর্চা ৪

এ চিঠি যেখানে যাবে, পাহাড়ি জায়গা, যে পড়বে,
উঁচুনিচু পথ বেয়ে অনেকখানি নামবে এক
বান্ধবীর আপিসে পৌঁছোতে তবে ঝিল নেই নিচে;
ঝিল পেতে হলে চিঠির মেজাজ হবে ভিন্ন, কিছু
চেতনাবৃত্তিক, ভাষাও বদলাবে এবং জগত
আরাবল্লি থেকে বিন্ধ্য, প্রকৃতির বিরল আর্দ্র্যতা
আরো এগোলে সমুদ্রে পৌঁছোবে হৃদয় কিন্তু কাকে
খুঁজবে আতপ্ত সাহচর্য দীর্ণ সময়ের? তাকে?
যার নীল ছোট্টো চিঠি রাখা আছে মহামূল্যবান
ফেনায় পা ভেজানো লেখা, সামনে রোদচিকচিক
ঢেউয়ের আহ্বানে দাঁড়িয়ে, বড্ড একা লাগছে রে!
মনে পড়ছে তোদের সব্বাইকে, যদি থাকতিস!
শেষকথা, লেখা নয়, পাওয়ায় অমৃত হয় চিঠি।

১০.৮.২৪

No comments:

Post a Comment