Saturday, August 10, 2024

বয়স হলে

বয়স হলে ঘুম থেকে উঠে
নিজেকে ফিরে পেতেই বেরিয়ে যায়
অনেকটা সময়। কোথাও বাইরে থেকে ফিরলে
পুরো একটা দিন। সহজ নাকি?
কোন্‌ কোন্‌ জায়গা থেকে টেনে
হিঁচড়ে বার করতে হয় আগের
দিনটার যাপনে ছড়িয়ে থাকা নিজের
                 অস্তিত্বের টুকরোগুলো
তার ওপর ক্লান্ত স্বপ্নাবিল ঘুমের পরত;
বুঝতেও সময় লাগে কোত্থেকে
শুরু করব আধদেখা স্বপ্নগুলো থেকে নাকি
ব্যাগে বা ল্যাপটপে রাখা
আধকরা কাজগুলো থেকে।
 
জানি আমার বেঁচে থাকার খুবই কম
শরীরে বাঁচছে আমার।
মরে যাওয়ারও সবটুকু
শরীরে মরছে না।
 
তবু চেষ্টা করি নিজেকেই বোনার পথে এগোবার।
টানা নিই কাজ থেকে আর স্বপ্ন থেকে পোড়েন। 
এভাবেই নিজেকে ফিরে পাই যেটুকু সম্ভব।
 
২৩.৭.২৪

 

 

No comments:

Post a Comment