কিছু চিঠি বন্ধু
সঙ্গে তর্কযুদ্ধে নেমে
নবতর রণক্ষেত্রে
– প্রবন্ধে ছড়ায়।
এভাবে সাহিত্য পায়
যুব গদ্যকার;
সময়ের তর্ক পায় নতুন
সৈনিক!
প্রবন্ধ কেন, মুদ্রিত
সকল গ্রন্থাদি,
আদপে তো চিঠিই, যাকে
দিতে চাওয়া,
উৎসর্গে তারি নাম
থাকে; জীবনের
প্রৌঢ় প্রান্তে পৌঁছে
হয় সম্ভব, সে-চিঠি।
যাকে লেখা, সে হয়তো
নেই পৃথিবীতে,
অথবা শিশু এখন, বয়সে
পড়বে।
ঘোষণা থাকে, ‘এ্যাদ্দিনে লিখতে পেরেছি,
যা চেয়েছিলাম।’ থাকে সাগ্রহ
আহ্বান,
‘পোড়ো কিন্তু! সবাইকে পারলে পড়িও!’
আমরা যখনি কিছু লিখি,
চিঠি লিখি।
১২.৮.২৪
No comments:
Post a Comment